মানুষ হাত ভর্তি টাকা পেলে দুঃখ ভুলে যায়,
টাকার অভাবে পতিতা নিজের দেহ বেচে খায়।
কড়ি গেছে, পয়সা গেছে, টাকা আছে জিন্দা
টাকা থাকলে সম্মান জুটে, টাকা ছাড়া নিন্দা।
টাকাওয়ালার আসন বড়, ভাষণটাও মিষ্টি
কোন কারিগর বুদ্ধি এঁটে করলো টাকা সৃষ্টি?
টাকা টাকা শুধুই টাকা, টাকা যে খুব টাটকা
সবাই এখন টাকার পাগল, টাকার জালে আটকা।
টাকার কাছে ফুলের গন্ধ এক্কেবারে বাজে!
টাকার জন্য মানুষ কেবল ছুটে নানান কাজে।
টাকা ছাড়া হয় না কিছু, টাকা সুখের চাবি
টাকার জন্য মানুষ মারার কথাও মোরা ভাবি।