দুজনে চরম উত্তেজনায় পৌঁছাতেই
কে কাকে কত আলিঙ্গন করতে পারে
এই প্রতিযোগিতায় নেমে পড়ি,
অবশেষে দুজনেই পাগলের মতো ঝাঁপাতে ঝাঁপাতে
একে অপরের মাঝ নদীতে পৌঁছাই,
বৈঠা নাও কূলে ভরাডুবি করি।
অবশেষে আদিম সুখের তৃপ্ততায়
শান্ত নদীর কূল ঘেঁষে বসতি গড়ি,
এমন উর্বর পলিমাটির মতো জমিতে
এত প্রেমের ফসল ফলানো আমার মতো
কয়েকশো কৃষকেরও সম্ভব নয়,
আমি তো সাধারণ লাঙল চাষি
আমি আর কতটুকু ফসল ফলাই?
কতটুকু গভীরেই ফাল পৌঁছাতে পারি?
সে ভূমধ্যসাগর! আমি সাধারণ ডুবুরি,
আমার অক্সিজেন শেষ হতেই
আমি দম হারিয়ে তার গভীরে ডুবে মরি।
সে আমাকে গ্রাস করে, সেই সুখে ---
রোজ রোজ আমি তার গভীরে ডুবে মরি,
সে ভূমধ্যসাগর, আমি ডুবুরি।