বেহায়ার মতো রোজ পিছু পিছু ঘুরি
যদি পিছু ফিরে চাও একবার,
সব ব্যথা ভুলে মন প্রাণ খুলে
বিশ্বজয়ী হাসি দেব উপহার।
আমি মোর কেউ না, তুমি মোর সব
তাই বুকে তুমি তুমি এত কলরব,
তব তরে প্রেম জাগে, জাগে না ঘৃণা
তবু দূরে ঠেলে দাও! হৃদয়হীনা?
সবকিছু জানি বুঝি দূরে কেন থাকো
মনে মনে কার ছবি মনে তুমি আঁকো,
সে কথাও জানি আমি বলতে বারণ
আমি কেন পিছু ঘুরি জানো কি কারণ?
সত্যি কী জানো না? জানাইনি কখনো?
ভালোবাসি তোমাকে সেই থেকে এখনো,
একথা যতো বলি ততো যাও ক্ষেপে!
তাই আজ পথ চলি দুরত্ব মেপে।