'মায়া ও নেশা' এ দুটো জিনিস,
মানুষের মন থেকে চিরতরে কেটে গেলে
মানুষ হয়ে উঠবে পুরোপুরি সুস্থ।
কিন্তু আমি? কোনটাই কাটিয়ে উঠতে পারিনি!
মায়ায় আসক্ত হলে নেশা কেটে যায়
মায়া কেটে গেলে নেশায় আসক্ত হই!
আবার নেশার ঘোরেই -
নর্তকীর মায়ায় পড়ি,
তাই কোনোদিন মায়ায়
আবার কোনোদিন নেশায় আসক্ত হই।
আমি এভাবে আসক্ত হতে হতে -
একদিন কষ্টের ফেরিওয়ালা হই,
আবার একদিন হয়ে উঠি প্রেমের কবি।