পেট নীতির হাল! ভয়-ভীতির ফাল
বিধলে লোকের বোধ ফুড়ে
ছল চাতুরি চাল, বারো ভাতাড়ি গাল
আনবে সবাই রোদ কুড়ে!
পেটে ক্ষুধা যাদের, খেটে সুধা তাদের
ভুখা পেটে থাকে লোকে যদি,
রাজার আসনটা--- মধুর ভাষণটা---
উল্টে দিবে রাজার নরম গদি।
রাজার মন্ত্রী সেনা, রাজ্যে বাড়ায় দেনা
প্রজার মাথায় ভাঙে কাঁঠাল,
হাত বাড়ালে তাড়ে! চাবুক ছুড়ে মারে
উচিত কথা বললে তুলে ছাল।
চুপ থাকাটা শ্রেয়, সাজার ভয় নেই
মহা সুখেই কেটে যাবে দিন,
বন্ধ চোখ ও কান, মুখে রাজার গান
ভালো থাকার মন্ত্র এটা, নিন।