একটি থোকায় ছয়টি আম
দুইটি আম পাকা,
গাছপাকা আম দেখলে গাছে
যায় কী চুপ থাকা?

বলল মিঠু ঢিল ছুড়ে মার
বলল মতি ঝাঁকা,
বলল আতিক অপেক্ষা কর
ডালটি করি বাঁকা।

এক লাফাতে উঠল আতিক
পড়ল আম দুটি,
আম কুড়িয়ে মিঠু আর মতি
হেসেই কুটিকুটি।

একটি আমও পায়নি ভাগে
আতিক রাগে ফোঁস!
ভাগ করে আম না খাওয়াটা
মিঠু মতির দোষ।