বুকের বা পাশে প্রিয়ন্তীর ঠাঁই
এ ছাড়া নিরাপদ জায়গা নাই,
বুকে থাকুক প্রিয়ন্তী
সুখে থাকুক প্রিয়ন্তী
রবের কাছে রোজ প্রার্থনা জানাই।
বুকের বা পাশে হৃদয়ের মাঝে
প্রিয়ন্তী হেসে ওঠে সকাল সাঁঝে,
মধু মাখা তার হাসি
বড় বেশি ভালোবাসি
মুখ ঢেকে আঁচলে কথা বলে লাজে।
চাঁদ নাকি পরি সে উপমা কী তার?
এসবের উর্ধ্বে তার রূপের বাহার!
মাথা থেকে পা দুটি
কোনোখানে নেই ত্রুটি
মন চায় মিলেমিশে হই একাকার।
লোভে পড়ে ছুঁই যদি আমি তার গা
এমনও তো হতে পারে তার গায়ে ঘা!
তাকে নিয়ে ভাবি রোজ
সুখে দুঃখে রাখি খোঁজ
মন চুরি হলে তার আমি দায়ী না।
বিঃদ্রঃ [২৫ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে দৈনিক যুগের আলো পত্রিকায়]