উঠলো গেয়ে বনের পাখি
ফুটলো হেসে ফুল,
এনে দিলো শীতল বাতাস
ভরা নদীর কূল।
মাঠের সবুজ তরু লতা
উঠলো মাথা নেড়ে,
লাল সবুজের কেতন হাতে
ফিরলো বাড়ি কে রে?
বললো খোকা ভাই এসেছে
বললো খুকি বাবা,
এই পতাকা অর্জিত আজ
কেউ দিবে না থাবা।
বিজয় মাখা উল্লাসে তাই
উঠলো সবে হেসে,
এই হাসিটা রাখবো অটুট
দেশকে ভালোবেসে।