যদি তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর কিছু দেখতে চাও
তবে তোমার ভালোবাসার মানুষের চোখে চোখ রেখে তাকাও,
খুঁজে পাবে সবচেয়ে সুন্দর চোখ, চোখের গভীরে পাবে অসম প্রেম।
হৃদয় নাচবে প্রেমের মধুর গানে, টানবে তোমায় কাছে প্রেমের ঘ্রাণে
প্রেমের চেয়ে সুন্দর আর কিছু নেই, এমন অমিয় বাণী কে না মানে?