তোমার এখনও কী ভয় হয়?
আমাকে হারানোর ভয়, না পাওয়ার ভয়!
শুনেছি মেয়েরা নাকি বিয়ের পরেও তার প্রেমিককে হারাতে চায় না,
তার প্রেমিকের পাশে অন্য মেয়ে বসলেই -
হিংসায় পুরো গা জ্বলে,
এ কোন আজব নীতি রে বাবা!
মেয়েরা ছেলেদের ছ্যাঁকা দিয়ে হাতে মদের বোতল ধরিয়ে দিবে!
আবার হাত ছুঁইয়ে, মাথা ছুঁইয়ে, চোখ ছুঁইয়ে হাজারবার দিব্যি কাটিয়ে বলবে -
"বলো তুমি কখনো মদ খাবে না।''
এও কী সম্ভব?
তুমি হাজারটা প্রেমিক চাইবে,
আর ছেলেরা দুইটা প্রেমিকা চাইবে না?
এটা তো কখনোই না,
তুমি বরং একটাতে সন্তুষ্ট হও।
মনে রেখো- দুনিয়ার অর্থসম্পদই সবকিছু না,
ভালোবাসা তার চেয়েও মূল্যবান।
একদিন তুমি হয়তো দুনিয়ার সমস্ত কিছুই পাবে
কিন্তু ভালোবাসা পাবে না,
সেদিন প্রেমের তৃষ্ণায় তুমি কাতর হয়ে
পাগলের বেশে পথে পথে ঘুরবে,
প্রেমের শোকে হবে লাশ।
সেদিনও -
বেঁচে থাকলে তোমার প্রেমিক,
তোমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে কেঁদে বলবে
আমি তোমাকে ভালোবাসি নারী,
তোমাকেই ভালোবাসি।