আমি মানুষকে ভালোবেসে দেখেছি
হৃদয় কচলে মাটি করে দেখেছি
সবাই ভালোবাসার যোগ্য না!
মানুষ ভালোবাসা বুঝলে -
বারো বছরের প্রেমকে জলাঞ্জলি দিয়ে অন্যের হাত ধরে পালিয়ে যেত না,
বিশ বছরের সংসার ভেঙে নতুন সংসার গড়তো না।
মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি -
আসলেই কি মানুষ প্রেম বুঝে না?
নাকি আমি নিজেই প্রেমের সংজ্ঞা জানি না।
হে প্রেমের ঈশ্বর,
আমাকে বলে দিন -
মানুষ প্রেম বুঝে নাকি সংসার।