প্রিয়ার অভিমানে সন্ধ্যা নামে
মন খারাপে নামে আঁধার রাত,
গভীর নিরবতায় পাঁজর ভাঙে
বুকে হানে শত তীব্র আঘাত!
অভিমান ভাঙাতে তারার ফুল
চাঁদ ছিঁড়ে এনে দিই প্রিয়ার হাতে;
সবটুকু নিরবতা ভেঙে হাসিমুখে
যদি মেতে ওঠে প্রিয়া সাক্ষাতে।
যতদিন বাঁচি, যাই তারে যাচি -
যাচিতে যে- ভালো লাগে কি যে!
প্রিয়ার অভিমান বুঝে নাকো যে
ভালোবাসা বুঝে না সে নিজে।
ভালোবাসা বুঝি, অভিমান বুঝি
শুধু বুঝি না প্রিয়ার বারণ!
ভালোবাসি তাই, ভালোবেসে যাই -
ভালোবাসার হয় না কারণ।