আমি ফুলের বাগান উপহার দিয়ে
প্রেম নিবেদন করেছিলাম তোমাকে,
তুমি পুষ্প উদ্যান গ্রহণ করলে না!
অথচ ফুল উপহারে হাসো-
তুমি এতটা অপ্রেমিক! জানলে-
তোমাকে হৃদয় যাচতাম না
কখনো ভালো বাসতাম না।

আজ পুষ্প উদ্যান মরুভূমিতে পরিণত
হৃদয় পরিণত বিরান ভূমিতে!
হে কিশোরী বন্ধ্যা মৌসুমে এসেছ শেষে
প্রেমিকের কাছে ফুল নিতে!

যদিও মরু হয় এ হৃদয় ভূমি
বিরাণ হয় প্রেম পুষ্প উদ্যান,
তবু মোর বুকে মুখ গুঁজে শুঁকো
পাবে প্রেম পুষ্পের তিব্র সুঘ্রাণ।