বলতে চাইছ না, বোলো না।
চাইব না কখনো জানতে আর।
হার মেনে নিয়েছি অভিমানী
অভিযোগ করিনি, করব না।
মন ভেঙে গেছে, প্রেমের সংসার।