হঠাৎ পিছু ফিরে দেখি
আমার ছায়াটাও আর পিছনে নেই,
ডানে বামে সামনে কোথাও নেই!
ছায়ার খোঁজে খোঁজাখুঁজি করে দেখি
আমার অবশিষ্ট বন্ধুটিও পাশে নেই!
কখন যে পিছন থেকে পালিয়ে গেছে
কোথাও তার পদচিহ্নও নেই।
পদচিহ্ন খুঁজতে গিয়ে দেখি
প্রাণপ্রিয় জন আত্মীয় স্বজন উধাও
কেবল রক্তের দাগ লেগে আছে রক্তে!
কারো হৃদয়ে আমার চিহ্ন নেই।
পিছু ফিরে ফের তাকিয়ে দেখি
যারা ছিল পিছনে আজ তারা কেউ নাই
স্বার্থের বাঘের শিকার হয়েছে সবাই!