একাকীত্ব মানুষকে বড্ড পোড়ায়
তবুও একাকীত্ব ভালো।
তুমি একবার একা হয়ে দেখো -
তোমাকে কেউ আর দুঃখ দিবে না,
তুমি একবার একা হয়ে গেলে -
তুমি নিজেই নিজেকে ভালোবাসবে,
তোমার আর কারো ভালোবাসার দরকার হবে না,
তুমি ধীরে ধীরে হয়ে উঠবে আত্মপ্রেমি।
তুমি পরম যত্নে নিজেকে সাজাবে
আয়নায় নিজের মুখ দেখে নিজেই হবে মুগ্ধ,
কেউ কুৎসিত বলে তোমাকে কষ্ট দিবে না,
তুমি নিজের সাথে নিজেই হাসবে।
বিশ্বাস করো ---
তুমি একবার একা হয়ে গেলে,
তুমি একাকীত্বকেই ভালোবাসবে।