ভোরের পাখি শিস দিয়ে কয় 'খুকি'
আমার মতো হতে চাইলে সুখী,
আমার মতোই জাগবে রোজ ভোরে
ফুল বাগিচায় দিবে গিয়ে উঁকি।
ফুলের সুবাস মেখে আপন গায়ে
গাইবে সদা আপন মনে গান,
আমার মতোই করবে ছোটাছুটি
ভাঙবে হেসে সবার অভিমান।
মান অভিমান ভেঙে সবাই হেসে
আদর মাখা হাত বুলাবে গায়ে,
আমার মতো তোমার স্বভাব হলে
তোমায় নিয়ে গর্ব করবে মায়ে।