তোমরা যারা শিখছো পড়া
পড়তে থাকো পড়তে,
জ্ঞানের আলো মাখতে থাকো
সুষ্ঠু জীবন গড়তে।
তোমরা যারা শিখছো লিখা
লিখতে থাকো লিখতে,
লিখা এবং পড়ার মাঝে
শিখতে থাকো শিখতে।
লিখতে থাকো পড়তে থাকো
গড়তে থাকো লড়তে,
জ্ঞানের আলোয় বিশ্বটাকে
ভরতে থাকো ভরতে।
তোমরা যারা জ্ঞানের আলো
মাখতে আছো মাখতে,
তোমরাই হবে আলোকিত
ভাবতে শিখো ভাবতে।
পড়তে শিখো লিখতে শিখো
ভাবতে শিখো জাগতে,
তোমরা জেগে উঠলে তবে
বাধ্য আঁধার ভাগতে।
বিঃদ্রঃ [৩০ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দে "দৈনিক সাহস" পত্রিকায় প্রকাশিত]