একটু সমস্যা তো থাকবেই
জীবন তো আর খেলাঘর নয় যে
যখন খুশি তখন ভেঙে ফেললাম সংসার,
নতুন করে গড়লাম, আবার ভাঙলাম।
জীবন মানে সমস্যা মোকাবেলা করা
দৈনিক হাজারো সমস্যার সম্মুখীন হওয়া
আবার সুকৌশলে সমাধান করা,
জীবনের প্রতি অভিযোগ এনে লাভ নেই
জীবন মানেই সমস্যার আধার!
মানুষ যতদিন বেঁচে থাকবে
যতদিন মানুষের দেহে প্রাণ থাকবে
ততদিন সমস্যা আসবে।