আমরা সবাই মুক্তিকামী
মুক্তিকামীর দল,
আমার মায়ের স্বাধীনতা
কে কেড়েছে বল?
আমরা সবাই ঐক্যবদ্ধ
বাংলা মায়ের তরে,
কথা দিলাম- স্বাধীনতা
আনবো ফিরে ঘরে।
ঝরে ঝরুক বুকের রক্ত
ঝরে পড়ুক প্রাণ,
আনবো ফিরে মায়ের হাসি
ভা'য়ের মুখে গান।
ফুলের মতো বোনের মুখে
ভাইয়া ভাইয়া ডাক,
কে কেড়েছে বল আমাদের?
থাকিস না নির্বাক!
আমার বাবার বুকে গুলি
বল কে ছুড়েছে কে?
আমি তাদের হত্যা করবো
ঢাল তলোয়ার দে।
স্বাধীনতার পিপাসা আজ
সবার বুকে বুকে,
কার কি এমন সাধ্য আছে
আমাদেরকে রুখে!
স্বৈরাচারের পাপের ঘাঁটি
ভাঙতে হবে চল,
চল রে চল রে চল রে চল
মুক্তিকামীর দল।