মিথ্যাবাদী! মিথ্যাবাদী!
বাবার সাথে মিথ্যা বলে
মায়ের সাথেও তাই,
মিথ্যাবাদী মুখ দেখে না
কে বোন আর কে ভাই।
দাদার সাথে দাদির সাথে
আরও নানা নানির সাথে
মিথ্যা কথাই বলে -
নিজের স্বার্থ হাসিল করে
মিথ্যা কথার ছলে।
কোরআন ছুঁয়ে মিথ্যা বলে
গীতা ছুঁয়েও মিথ্যা বলে
বেদ বাইবেলও তাই!
মিথ্যাবাদীর ধর্ম স্বজন
কোনোকিছুই নাই।