বইয়ের উঠোন জুড়ে পড়ে আছে
নানা রঙের অক্ষর ফুল,
ফুলগুলো উঠোনের একোণে ওকোণে
ছড়িয়ে দিচ্ছে সুবাস!
যখন কবিতার রাজ্যে প্রবেশ করি
তখন অক্ষর ফুলেরা হাসে,
সকলেই নেমে পড়ে আন্দোলনে।
কেউ হতে চায় প্রেমের কবিতা
কেউ হতে চায় বিদ্রোহের,
আবার কেউ প্রেম ভালোবাসা মোহ
কেউ হতে চায় বিরহের।
যেদিন অক্ষর ফুলগুলো কুড়িয়ে
শব্দের মালা গাঁথলাম,
সেদিন থেকে পৃথিবীর অনেকেই
আমাকে কবি বলে চিনে।