হাসো হাসো হাসো সবে
প্রাণ খুলে হাসো,
ছোটো বড়ো সবে মিলে
হাসি ভালোবাসো।
হাসি দিতে লাগে নাকো
কোনো টাকা কড়ি,
যার মুখে হাসি নেই
তার লাজে মরি।
যার মুখে হাসি থাকে
মন তার তাজা,
হাসির রাজ্যে সে লোক
সদা থাকে রাজা।
সুখে কিবা দুখে থাকো
হাসো প্রাণ খুলে,
হাসি দিতে কোনোদিন
যেও নাকো ভুলে।