আমি মাঠে যাই, ঘাটে যাই
রেল ষ্টেশনে কুলিতে যাই,
অফিসে যাই, আদালতে যাই
পোশাক তৈরির কারখানায় যাই,
কাপড় কাচতে, বাসন মাজতে
হরেক রকম কর্মে যাই-
শুনে ভোরের ডাক,
দিন শেষে আবার ফিরে আসি।
"কারণটা কী- ঘুমাতে?
প্রিয়জনকে চুমাতে?"
না না না, তা মোটেই না,
আমার কাছে এসব সবই বাসি।
আমি কেবল বাড়ি ফিরে আসি
প্রিয়জনের হাতে মাখানো একমুঠো ভাত খাবো বলে-
পাই না রে... ভাই, পাই না!
কোথায় খুঁজে পাই না!
এক মুঠো ভাত, আমার বড়ই অভাব।