বর্ষার বারি চোখে ঝরে ঝরঝর
মরু মন মক্কায় কেঁদে হয় উর্বর!
প্রাণের আকুতি ধ্বনিত চারদিক
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।