শাক দিয়ে মাছ ঢাকতে পারো
পরের গীবত গাইতে পারো
মারতে পারো লোককে,
দুখ ভুলে সব হাসতে পারো
টাকার জোরে বাঁচতে পারো
লোককে রেখে পক্ষে।
কিন্তু এতেও কাজ হবে না
সময় সদা সাঁই দেবে না
পৌঁছাবে ভুল লক্ষ্যে!
পরের জন্য করলে গর্ত
পড়বে তুমি এটাই শর্ত
দোষবে নিজ চোখকে।