ঘরের কোণে লুকিয়ে থাকা কিছু কুনোব্যাঙ
হঠাৎ করে উঠলো ডেকে ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং
কারণটা কী? সাপ দেখেছে নাকি এলো বান?
জানতে হলে রাখতে হবে খুলে দুটি কান।
হয়নি কিছুই, তবে শোনো- খবর চমৎকার
ঘর ছেড়ে আজ চলে গেছে দুষ্টু কালো ষাঁড়,
ষাঁড়টি ছিলো বদমেজাজি নাচতো সারা ঘর
প্রাণের ভয়ে বুকটা রোজই করতো ধড়ফড়!
ভালোই হলো আজকে থেকে ঘরটা পুরো খালি
এই কথাটি শুনেই ব্যাঙের শুরু করতালি!
ব্যাঙের ছানা ঘুমিয়ে ছিল ভাঙল তারও নিদ
চারিদিকে খুশির আমেজ ঈদ হবে কাল ঈদ।
ব্যাঙের ছানার লাফালাফি বাড়লো দ্বিগুণ হারে
থামাও থামাও, থামাবে কে? লাফায় বারেবারে!
ব্যাঙের ছানা বাইরে গেলো কিনতে নতুন জামা
সঙ্গে গেলো সৎ মায়ের মাসতুতো ভাই, মামা।
মামার সঙ্গে জামা কিনে ফিরলো যখন পাজি
নেমে এলো সন্ধ্যা তখন, ফুটলো আতশবাজি!
চারিদিকে নানা রঙের মরিচ বাতির আলো
ঈদ এলো তাই ঘর থেকে উধাও হলো কালো।
ঠিক করেছে ব্যাঙেরাও পড়তে যাবে নামাজ
ঈদের নামাজ না পড়া যে ভীষণ রকম লাজ!
সকাল বেলা আতর মেখে গায়ে দিয়ে কুর্তি -
নামাজ শেষে কোলাকুলি কোরবানি আর ফুর্তি।