বুলবুলি ভাই বুলবুলি
খাস না ক্ষেতের ধানগুলি
বললো ডেকে খোকা,
লেজ নাড়িয়ে আড় চোখে
কে বললো ধান খাবো তোকে?
খাচ্ছি ক্ষেতের পোকা।
সবই বুঝি তোর চালাকি
ক্ষেত ছেড়ে কি তুই পালাবি
নাকি ছুড়বো গুলি?
প্রাণের ভয়ে উড়াল দিয়ে
পায়ের সাথে পোকা নিয়ে
চলে গেলো বুলবুলি।