ঝুমকো জবা বনের ফুল
খুকির প্রিয় কানের দুল
পরবে খুকি রুমকি
আহা খুশির ধুম কি।
ঘন সবুজ গাছের পাতা
গাছের নিচে ব্যাঙের ছাতা
হাতে বাজে ঝুনঝুনি
ডালে নাচে টুনটুনি।
টুনটুনির গায়ের জামা
কে দিয়েছেন? মায়ের মামা
আর কী দিবে? জবা ফুল
তাই এত হুলুস্থুল।
ঝুমকো জবা কানের দুল
তার ভেতরে নাকের ফুল
পরবে খুকি রুমকি
জবা ফুলের চুমকি।