নারী মন বোঝা দায় দেখে আচরণ
কেউ মানে, মানে না শাসন বারণ!
পতি যদি হয় অতি সহজ সরল
পেয়ে বসে জায়া তাকে ভেবে তরল।
সারাক্ষণ এটাওটা ঝাড়ি ঝুড়ি
পতি যেন তার কাছে পুতা মুড়ি,
কথা কাজে ধরে বসে অবিরত ভুল
বিনা ভুলে দেয় পতি ভুলের মাশুল।
পতি যদি হয় কড়া আরও একগুঁয়ে
তার কথায় উঠে বসে থাকেও শুয়ে,
প্যানপ্যান করে নাকো থাকে চুপচাপ
ভয়ে থাকে কখন সে মারে ধুপধাপ!
জায়া পতি হয় যদি সমান সমান
গলার আওয়াজ কে বাড়ান কমান?
জায়া যদি চুপ থাকে পতি যায় থেমে
সংসারে স্বর্গীয় সুখ আসে নেমে।