জাকিরকে বলে দিও
আমি যদি না যাই,
মনে করতে ঘুমিয়ে গেছি-
ডিউটিটা করে দিতে
বিনিময়ে মাইনে দিয়ে দিব
আমি শুধু হাজিরা বোনাসটা পেতে চাই।
বোনাসটা ঠিকঠাক
মানে হলো চিকচাক
সামনে প্রেমোশন পেয়ে যাব।
ওরে ভাই বন্ধু
কলিজার সিন্ধু
এম মণ মিষ্টি খিলাবো
গরীব দুঃখীদের মাঝে সবাইকে
নিজ হাতে টাকা বিলাবো।
তুই হইলি ছোট ভাই
তোকে রেখে কোথা যাই?
আমার আসনে তোকেই বসাবো
কষ্ট হলেই ডিউটিটা করে দিস
তুই তো জানিস
তোর দাদা কী জিনিস
সিগারেটে গাঁজা ভরে টেনে খায়
নেশাখোর মানুষের
ঠিকঠাক নেই হুশের
কি থেকে কি যেন বলে যায়।
পত্রটা কেন যেন লিখেছি
সরি সরি সত্যিই ভুলে গেছি
মাফ দিস ভাই, মাফ দিস।
পারলে রিপ্লেটা দিস
ভুলভাল কি কি লিখেছি
নেশা করে কত কি শিখেছি
পড়লে নিশ্চয় আমিও হাসবো
হা-হা-হি-হি খক্ খক্ কাশবো।