চাপা পড়া কয়লার আগুন অথবা ইতিহাস
মধ্যবর্তী শক্তির মুখোমুখি— অপেক্ষমান!
কাক শালিক ময়ূরের অন্তরালে ফিনিক্স পক্ষী
পোড়ার ভয়ে ডুব সাঁতারু বক ডাহুক হাঁস
জলের শরীরে জ্বর! জ্যান্ত ভীতুরা ভাসমান
সিঁধেল চোরেরা 'সাধু' রাজপ্রাসাদের রক্ষী।
অন্তর্বর্তী— ন্যায়পরায়ণ নয়, জবান বণিক
শ্বাস আপাতত আশ্বাস, ধুম্রজাল চারদিক!
জলে কুমির, ডাঙায় বাঘ, অজগর গাছে
চোখ মুখ কান বুজে সঁপি নিয়তির কাছে।
জনগন-তন্ত্র রাষ্ট্র নেতা, চাল-চুলা-রাঁধুনী ভোক্তা
গঠন কাঠামো একই, ভিন্ন রূপে আবির্ভূত
রাজার নজরে প্রজা! রাজ্যের বড় বোঝা
চাবুকওয়ালা ব্যতীত সবাই গোলামের পুত।
রাজতন্ত্র— তীর ছোড়া শিকারী, গণতন্ত্র ফাঁদ
সমাজতন্ত্রে সমাজপতির পাঁয়তারা বরবাদ
লাগাম টানবে জনতা? পাগলা ঘোড়ার—
নাগাল পেলেই— পালা ঘোড়া দৌড়াবার।
অতিশয় গোপন কথা, বেফাঁসে— ফাঁস
অদৃশ্য হস্ত— অন্তর্বর্তীর ভূমিকায় প্রধান!
সমস্যা মূর্খের বাড়ে— জ্ঞানীদের সমাধান
অভাগার ভাগ্য রচিতে অন্তর্বর্তী অটোপাশ।