শৈশবের চাঞ্চল্যতা কাটতে না কাটতেই
কৈশোরে মেতে উঠলাম দস্যিপনায়,
তারপর হুট করে একদিন ঘর ছেড়ে পালালাম
যৌবন পেয়ে হয়ে উঠলাম বাউন্ডুলে!
ঘর ছেড়ে পালানোর মতো—
দেশ ছেড়ে দেশে দেশে পালাতে পালাতে
মধ্য বয়সে হয়ে উঠলাম দেশান্তরী,
আমার আর ঘরে ফেরা হলো না!
ফিরে যাওয়া হলো না দেশে।

যে পথ ভুল করেও মাড়িয়েছি একবার
কিংবা যেখান থেকে করেছি প্রস্থান,
সেই পথ সে স্থানে আমি আর ফিরে যাইনি
একবারও তাকাইনি পিছু ফিরে!
যেখানে আমার নেই কোনো অধিকার
সেখানে তাকাই, ফিরি কোন লজ্জায়?
প্রিয়দের ঘৃণা অবহেলা অপবাদ গায়ে মেখে
চলে যাই বহুদূর— অচিন দেশে।

বিঃদ্রঃ রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দে দৈনিক যুগের আলো পত্রিকায় প্রকাশিত।