ওরা পুষ্প, ওরা নির্দোষ
ওদেরকে ছেড়ে দাও
ওরা কোনো পাপ করেনি,
সবে মোটে কলি হয়ে উঠেছে
সবে মোটে ফুল হয়ে ফুটেছে
ওরাই তোমাদের সেবক
সুন্দর ধরনীর প্রাণ,
ওদের বিনিময়ে পেয়েছি
মৌমাছির গুঞ্জন গান।
ওরা প্রকৃতির সৌরভ
ওরা প্রকৃতির অপরূপা সব,
ওদেরকে ছেড়ে দাও -
কলি হয়ে উঠতে দাও
ফুল হয়ে ফুটতে দাও
সৌরভ চারিদিক ছুটতে দাও।
ওদেরকে মেড়ো না
ওদের প্রাণ কেড়ো না
ওরা নির্দোষ, ওরা নিষ্পাপ
ওদেরকে ছেড়ে দাও -
যদি তুমি কারো প্রেমিক হও
অথবা অমানুষ নও।