রক্ত ও অশ্রু মিশে একাকার
সময় এসেছে রুখে দাঁড়াবার
শিরদাঁড়া করে খাঁড়া
বুক টান করে দাঁড়া!
দেয়ালে ঠেকেছে পিঠ?
কর শুরু মারপিট!
পথ নেই 'পিছু হটা পালাবার'
সময় এসেছে পা বাড়াবার।