যাস নে রে ভাই খলার বিলে, পঁচা জলের কাছে
খলার বিলের সারা শরীর ভরা জিওল মাছে,
জিওল মাছের ওলটপালট টাবুক-টুবুক নাচে
মন ভরে যায়, মন মানে না, ধরতে কেবল যাচে!
খলার বিলে নামলে খাবে জিওল মাছের ঘা
ব্যাথার চোটে লাফিয়ে উঠে ডাকবে জোরে- মা,
জিওল মাছের ঘায়ের বিষে আসবে গায়ে জ্বর
একশো ডিগ্রী ছাড়িয়ে যাবে কাঁপবে থরথর!
বিষম খেয়ে বলল নুরু 'ফেলব জলে ছিপ
উপর থেকে একের পর এক করব জিওল কিপ!
জিওল মাছের ঘা খাব না, জিওল খাব নিজে
গরম ভাতে জিওল ভাজা খেতে মজা কিযে,
আর যদি হয় জিওল মাছের পেট ভরা ডিম
খেতে তখন আরও মজা, বুঝলি ওয়াসিম?
জিওল মাছের ঘায়ের ভয়ে থাক তাহলে তুই
খলার বিলে ছিপ নিয়ে আজ যাবই যাব মুই।'