আষাঢ় গেলো শ্রাবণ এলো
বিলে স্রোতের বান,
বানের জলে মন আনন্দে
ব্যাঙ ধরেছে গান।
একটা ব্যাঙ উঠলো ডেকে
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং,
ডোবা নালায় তাল মিলালো
কোলা ব্যাঙের গ্যাং।
সারাটা দিন টাপুর টুপুর
শ্রাবণ ধারা নামে,
শ্রাবণ এলো ধরার মাঝে
সাদা মেঘের খামে।