প্রিয়া,
গোলাপের মতো কলি ফোটে
তোমার ওই কাননে,
ত্রিকোণ মধু ভুবনে,
রোজ নিশি স্বপনে,
তোমার লাগি উতালা মন
মরিয়া হইয়া ওঠে -
তোমারে পাইতে ভ্রমর মন
পাগল হইয়া ছোটে।
তুমি কোথা রও নিশিচারীনী,
কাজল আঁখির মায়াবী হরিণী,
তোমারে কী পাইবো না কোনদিনই?
"হাসিতে হাসিতে বলিয়া উঠিলো -
ওই মায়াবী হরিণী, নেশাচারিনী,
কে তুমি ডাকিলে আমারে?
হৃদয় দুয়ারে কড়া নেড়ে?
আজ কাছে আসো সখা মিলনে
মাখামাখি করি মধু স্বপনে।"
ভ্রমর হইয়া ছুটিলো সুজন
সুবাস মাখিতে মিলনে দুজন।