কলেজ থেকে বেরিয়ে সোজা
হাঁটছি পিছু পিছু,
প্রিয়ন্তীকে বলবো যে আজ
মনের কথা কিছু।
এই প্রিয়ন্তী- এই প্রিয়ন্তী-
একটু ধীরে চলো,
কয়েকটি মাস ধরে তোমায়
করছি আমি ফলো।
প্রথম তোমায় যেই দেখেছি
সেই পড়েছি প্রেমে,
তুমি বুঝি আসছো এদেশ
আকাশ থেকে নেমে?
তোমার চরণ আলতা বরণ
মুখে মধুর হাসি,
সত্যি করেই বলছি তোমায়
ভীষণ ভালোবাসি।