ইচ্ছে হলে আকাশ ছুঁই
ইচ্ছে হলেই পাহাড়,
হচ্ছে হলে জাপটে ধরি
বসন হয়ে তাহার!
হচ্ছে হলে হারিয়ে যাই
সবুজ পাতার ভিড়ে,
ইচ্ছে হলে ঘুরে বেড়াই
মন মহুয়ার তীরে।
ইচ্ছে হলে গাছের ডালে
ফুল হয়ে রোজ ফুটি,
হচ্ছে হলে ঘুমকে বলি-
আজকে তোমার ছুটি।
ইচ্ছে হলে পড়তে বসি
মায়ের ভাষার পড়া,
ইচ্ছে হলে কলম চালাই
লিখতে মজার ছড়া।