কতটুকু ভালোবাসা নিয়ে
তোমার দিকে ছুটে গিয়েছিলাম,
কতক্ষণ পথিকের বেশে
তোমার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলাম,
সেকথা যদি তুমি জানতে.......!

কতদিন তোমায় ভেবে
তারা গুনে কেটে গেছে নির্ঘুম রাত,
কতবার তোমার অনুভবে
প্রণয়ে ধরেছি নিজ ছায়ার দু'হাত,
সেকথা যদি তুমি জানতে.......!

কতটুকু আক্ষেপ নিয়ে
তোমার কাছ থেকে ফিরে এসেছি,
কতটা হতাশ নিরাশ হয়ে
ভালোবেসে প্রথম দুঃখ ছুঁয়েছি,
সেকথা যদি তুমি জানতে.......!