যদি ভালোবাসা না দাও
তবে আমায় নির্বাসন দাও,
গভীর অরণ্যে, বনে জঙ্গলে
লোকালয়ে আমায় নির্বাসন দাও।
আমি পাগল হবো, বেহুঁশ হবো
দিশেহারা হয়ে মারা যাবো।
যদি ভালোবাসা না দাও
তবে আমায় নির্বাসন দাও,
মরুভূমির মরীচিকার উপত্যকায়!
আমি পিপাসায় মরীচিকার পিছু নেবো
তৃষ্ণার্ত হবো, কাতর হবো
কাষ্ঠ গলে মারা যাবো।
যদি ভালোবাসা না দাও
তবে আমায় নির্বাসন দাও,
তীব্র শীতল বরফের পর্বত চূড়ায়!
আমি হিম হবো, শীতল হবো
বরফের মূর্তি হবো, স্তব্ধ হবো,
কষ্টে জমে মারা যাবো।
যদি ভালোবাসা না দাও
তবে আমায় নির্বাসন দাও,
দাউদাউ করে জ্বলা অগ্নিকুণ্ডে!
উল্কার স্ফঃলিঙ্গে আমি ঝলসে যাবো
ছাই হবো, পুড়ে মারা যাবো।
যদি ভালোবাসা না দাও
তবে আমায় নির্বাসন দাও।
সমুদ্রের বুকে আমায় নির্বাসন দাও
আমি ঢেউয়ের সাথে আছড়ে পরবো,
ফেনার সাথে হারিয়ে যাবো
নোনা জলে ডুবে মারা যাবো।
যদি ভালোবাসা না দাও
তবে আমায় নির্বাসন দাও,
আলোহীন গভীর অন্ধকার কূপে!
আমি অন্ধ হবো, বধির হবো
শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবো।
যদি ভালোবাসা না দাও
তবে আমায় নির্বাসন দাও,
নির্বাসন দাও, নির্বাসন দাও।