নিঃসঙ্গ আকাশের দিকে তাকিয়ে -
একদিন আকাশকে জিজ্ঞেস করেছিলাম,
তুমি এতটা নিঃসঙ্গ হলে কী করে?
কার অপেক্ষায় দাঁড়িয়ে আছো অনাদিকাল ধরে?
তোমার কিসের এত দুঃখ?
কেন বেদনার রঙ ধারণ করেছো বুকে?
প্রতিউত্তরে আকাশ বলেছিলো -
আমার কোনো দুঃখ নেই,
আমি অনাদিকাল ধরে দাঁড়িয়ে আছি শুধু তোমার অপেক্ষায়!
তোমার সঙ্গী হবো বলে।