রাজ্যের পান শালা ভাঙতে হবে
সব স্বাধীনতা ফিরে আনতে হবে
অগ্নিকণ্ঠে জেগে ওঠো জনতা,
রুখতে হবেই আজ রুখতে হবে
জালিমের বেড়ে ওঠা অপ-ক্ষমতা।
ভাত নেই পেটে তবুও স্বাধীনতা চাই
মনগড়া আইনের নাই কোনো ঠাঁই
পদে পদে বুঝে নিতে হবে গণতন্ত্র,
দলে দলে রাজপথে এসো জাতি ভাই
ভেঙে দিবো সব বাঁধা, সব ষড়যন্ত্র।
পিলখানা মতিঝিলে লাখো গুলি বর্ষণ
দেশ জুড়ে গুম খুন, দল বেঁধে ধর্ষণ
কার ইশারায় বলো? কে দেয় ঠাঁই?
জানতে চাইলে কেন হাজতে পাঠায়?
কেন মত প্রকাশের বাক স্বাধীনতা নাই?
দেশ যদি হয়ে থাকে আমজনতার
আমজনতাই কেন পুড়ে ছারখার?
এলিট শ্রেণীরা স্যার, নয় কেন ভাই?
স্বাধীনতা নামে আছে কাজে কেন নাই?
এসো এসো, এসো এর জবাব চাই।