আজকের এই দিনে ঘন বর্ষণে
তোমায় পরছে সখি, তোমায় মনে;
কেয়া-কদম কাঠ গোলাপের কলি
এসো চুলের খোঁপায় গুঁজে কিছু কথা বলি।
জোড়া জোড়া সাদা বক বসে পাশাপাশি
অপলক চেয়ে দেখে সবুজের হাসি,
ঝুমঝুম ঝুমঝুম বৃষ্টির গানে -
প্রণয়ের সুর ওঠে প্রকৃতির প্রাণে।
দিনভর লাগাতর ঘন বর্ষণে -
তোমায় পরছে সখি, তোমায় মনে।