যতটুকু ভালোবাসি লোকে বলে মুখে
ততটুকু ভালোবাসা রয়েছে কী বুকে?
ভালোবাসি ভালোবাসি বলে শুধু মিছে
সুযোগে আঘাত হানে ষোল আনা পিছে!
স্বার্থের তরে থাকে সদা কাছাকাছি
যদি কিছু না পায় ফোটে নাকো হাসি,
লোকে শুধু মিছেমিছি বলে ভালোবাসি
মিছে সব ভালোবাসা দড়িহীন ফাঁসি।
ফেঁসে যাই হেসে যাই মিছে করি আশা
জুটে যদি কপালে খাসা ভালোবাসা,
ভালোবেসে থাকে না কেউ পাশাপাশি
মিছে বলে সত্যিই খুব ভালোবাসি।