আমারে যে সহিয়াছে
পাশে সদা রহিয়াছে
মোর যত সুখ দুখ
সম হারে বহিয়াছে
মনের দুয়ার খুলে
সব কথা কহিয়াছে
তাহারে কী পারি বলো
আঘাত হানিতে পাছে?
হোক না সে কালা ধলা
বেসুরো তাহার গলা
তার যত কাজ কাম
নাহি পাক কারো নাম
মন্দ হোক তার হাসি
তবু তবু তবুও যে -
তাহারেই ভালোবাসি।