আমায় নিয়ে যায় ওরা ফাঁসির মঞ্চে
গলায় পরায় ফাঁসি!
আমি মৃত্যুর কাঠগড়ায় দাঁড়িয়ে থেকে
হেসে উঠি মুক্তির হাসি।
বিনা অপরাধে সাজা দেয় কোন সাধে
মিছে দুনিয়ার ওই রাজা,
সে কী জানে? সত্যের মৃত্যু হয় না কভু
বরং হয় তা দ্বিগুণ তাজা।
আমি সত্যের তরে মৃত্যুকে মেনে নিই
মিথ্যাকে দেই না প্রশ্রয়,
ওহে দুদিনের রাজা দাও মোরে সাজা
আমি মৃত্যুকে করি না ভয়,
সত্যের তরে মৃত্যুই হোক, নাই শোক
ওরা গলায় পরাক ফাঁসি,
আমি যুগ যুগ ধরে এমনই করে
হেসে উঠি মুক্তির হাসি।