আমি নিজেকে পরখ করে দেখেছি
ভেতর বাহির সবটা জুড়ে আছো শুধু তুমি,
হৃদয়কে পার্ট টু পার্ট খুলে খুলে দেখেছি
পুরোটা হৃদয়েই তুমি আর তুমি।
কখনো এমনও হয়নি
তোমার প্রতি আমার অবহেলা জন্মেছে
কিংবা তোমার স্থলে অন্য কাউকে ভাবছি,
চোখের দৃষ্টি যখন শূন্যতা অতিক্রম করে
তখন তুমি পাখি হয়ে ধরা দাও দৃষ্টিতে।
আমি ঘুমাতে গেলেও
রাতের অতিথি হয়ে তুমি স্বপ্নে আসো,
মুখ ফুটে তোমাকে কখনোই বলিনি ভালোবাসি
অথবা জিজ্ঞেস করিনি ভালোবাসো?
আমি নিজেকে পরখ করে দেখেছি
তোমার শরীরী শূন্যতা অনুভব করলেও
তোমার অস্তিত্বের শূন্যতা কখনো অনুভব করিনি,
আমি পাহাড়ের বুকে কান পেতে শুনেছি
তোমার নূপুরের শব্দ, হাসির প্রতিধ্বনি!
তুমি হদয়ে, শূন্যতায়, পাহাড়ে থাকো
থাকো আমি যেখানে যাই কিংবা যেখান থেকে আসি,
আমি নিজেকে বারবার পরখ করে দেখেছি
আমি শুধু তোমাকে, তোমাকেই ভালোবাসি।