আমি খোকা নয় বোকা
রোজা রাখি রোজ,
সাহরী ও ইফতারে
করি শুধু ভোজ।
দাদা দাদী চুমু দিয়ে
বলে তুমি পিচ্চি,
মা বলে খেয়ে নাও
ভাত বেড়ে দিচ্ছি।
সাহরীতে ডাকে না মা
বলে আমি ছোটো,
মাইকের আওয়াজে
শুনি খেতে ওঠো।
ডাক শুনে যেই আমি
ভাত খেতে উঠি,
আমাকে দেখে সবাই
হেসে কুটিকুটি।
পিপাসায় বুক ফাটে
পেটে ক্ষুধা কি যে!
তবুও রোজা ভাঙি না
সুখ খুঁজি নিজে।
দিন শেষে ইফতারে
দূর হয় ক্লান্তি,
রোজা রাখা ইবাদত
মনে আনে শান্তি।